শিক্ষার্থীদের বিজ্ঞান সম্মত পাঠদান নিশ্চিত করতে একটি শতভাগ অধুনিক ও বিজ্ঞান সম্মত পাঠদান সময় সূচি তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি বিষয়ের পাঠদানের পর ১০ মিনিটের বিরতি রয়েছে।
মাদ্রাসার সকল কাজ অনলাইন দ্বারা পরিচালিত হবে। সকল ছাত্রীর এটেন্ডেন্স, পরীক্ষার রিপোর্ট, ক্লাস রুটিন, ক্লাস পারফর্মেন্স, বেতন, ছুটি, নোটিস সহ সকল বিষয় মাদরাসার সফটওয়্যার ও মোবাইল এপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেক অভিভাবকের জন্য থাকবে মোবাইল অ্যাপস যার মাধ্যমে তিনি মাদ্রাসায় নিজ সন্তানের সকল বিষয় মনিটরিং করতে পারবেন।
কোরআন পাঠে দক্ষ করে তুলার জন্য প্রতিদিন ক্লাস শুরুর আগে মক্তবের ব্যবস্থা থাকবে এবং নূরানি ট্রেনিং প্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা মক্তব পরিচালিত হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে সকল ছাত্রীকে সুনির্দিষ্ট সুরা হেফজ করানো হবে। (নির্ধারিত সূরার মধ্যে থাকবে ১. সূরা কাহাফ, ২. সূরা ইয়াসিন, ৩. সূরা আর রহমান, ৪. সূরা ওয়াকিয়া, ৫. সূরা মূলক, এবং ৬. সম্পূর্ণ ৩০ নং পারা।)
প্রতিটি বিষয়ের এসাইনমেন্ট পাঠ্য বইয়ের যে অধ্যায় যখন শেষ হবে তখন সাথে সাথে সেই অধ্যায়ের এসাইনমেন্ট কমপ্লিট করানো হবে।
সাপ্তাহিক পাঠদানের সময়কে পরিপূর্ণ কাজে লাগানর জন্য সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার থাকবে ইংলিশ স্পোকেন, ড্রইং, দোয়া ও হাদিস শিক্ষা, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য বিনোদন মূলক অনুষ্ঠান।
নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য থাকবে বিজ্ঞান ল্যাব।
সলাত ও টিফিনের জন্য ১ ঘণ্টার বিরতি থাকবে এবং টিফিন প্রতিষ্ঠান থেকে দেয়া হবে।
প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম থাকবে এবং প্রত্যেকের জন্য থাকেবে আইডি কার্ড।
ক্লাস শেষে কোন ছাত্রীকে তাদের অভিভাবক ছাড়া যেতে দেয়া হবে না এবং সম্পূর্ণ মাদরাসা সিসি টিভির আওতায় থাকবে।