## ক্লাস শুরুর আগে মক্তব থাকবে যেখানে সকল ছাত্রীকে বাধ্যতামূলক কোরআন পড়তে হবে। ## ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে সকল ছাত্রীকে কিছু নির্ধারিত সুরা হেফজ করানো হবে। (নির্ধারিত সূরার মধ্যে থাকবে ১. সূরা কাহাফ, ২. সূরা ইয়াসিন, ৩. সূরা আর রহমান, ৪. সূরা ওয়াকিয়া, ৫. সূরা মূলক, এবং ৬. সম্পূর্ণ ৩০ নং পারা।) ## প্রাইভেটের মত প্রতিটি বিষয়ের পাঠ দানের সময় হবে ৪৫ মিনিট করে এবং প্রতিটি বিষয়ের পাঠ দানের পর ১০ মিনিটের বিরতি থাকবে। ## ক্লাসেই প্রতিটি বিষয় ৭০%-৮০% পড়া শেষ করিয়ে দেয়া হবে। ## কোন শিক্ষার্থীকে আলাদা করে প্রাইভেট পড়তে হবে না। ## দুপুরে নামাজ ও টিফিনের জন্য ১ ঘণ্টার বিরতি থাকবে এবং টিফিন প্রতিষ্ঠান থেকে দেয়া হবে। ## নবম ও দশম শ্রেণীর জন্য থাকবে বিজ্ঞান ল্যাব। ## সকল ছাত্রীর এটেন্ডেন্স, পরীক্ষার রিপোর্ট, ক্লাস রুটিন, ক্লাস পারফর্মেন্স, বেতন, ছুটি, নোটিস সহ সকল বিষয় মাদরাসার সফটওয়্যার ও মোবাইল এপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ## অভিভাবকগণ মোবাইল এপের মাধ্যমে তাদের সন্তানের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে পাবেন। ## শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ২০:১। ## প্রতিটি বিষয়ের যে অধ্যায় শেষ হবে সাথে সাথে সেই অধ্যায়ের এসাইন্টমেট কমপ্লিট করানো হবে। ## শিক্ষার্থীদের পূর্ণ শিক্ষা ও মেধা বিকাশের বড় বাধা হল সাজেশন ভিত্তিক পড়া। তাই সাজেশন ভিত্তিক পড়াকে সম্পূর্ণরূপে বাতিল করে সম্পূর্ণ বই থেকে পরিপূর্ণ শিক্ষা দেয়া হবে ইনশাআল্লাহ্। ## ক্লাস শেষে কোন ছাত্রীকে তাদের অভিভাবক ছাড়া যেতে দেয়া হবে না। ## সম্পূর্ণ মাদরাসা সিসি টিভির আওতায় থাকবে।
প্রতিষ্ঠানটি দাখিল সেকশন (ষষ্ঠ - দশম) নিয়ে মাদরাসা গঠিত। ন্যাশনাল গার্লস মাদরাসা মেয়েদের সার্বিক নিরাপত্তার দিকে বিশেষ নজর রেখে পরিচালনা করা হবে। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল বিষয় পরিচালিত হয়। মোবাইল এপের মাধ্যমে অভিভাবকগণ তাদের সন্তানদের সকল বিষয়ে মনিটরিং করতে পারবেন।
ন্যাশনাল গার্লস মাদরাসার (NATIONAL GIRL'S MADRASAH) একটি অঙ্গ প্রতিষ্ঠান মডেল কোচিং সেন্টার (Model Coaching Center - MCC)। MCC সাফল্যের সাথে ৩ বছর অতিক্রম করছে। আলহামদুলিল্লাহ্ এই ৩ বছরে ভাল ফলাফলের পাশা পাশি চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাবে পড়ালেখার সাথে সাথে বিনোদন দেয়ার এবং চেষ্টা করা হয়েছে তাদের পাঠ্য বইয়ের পড়া গুলোকে প্রাক্টিক্যালের মাধ্যমে উপস্থাপন করার। এই জন্য তাদের নিয়ে শিক্ষাসফর, চড়ুই ভাতি, খেলাধুলা, অংকন, বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট ও ইংলিশ স্পোকেন সহ অনেক কিছু করা হয়েছে এবং হচ্ছে, ইনশাআল্লাহ্ সামনে আরও এই ধরণের কার্যক্রম চলবে।
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় হল ন্যাশনাল গার্লস মাদরাসা। প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সমাজে আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলা।
ন্যাশনাল গার্লস মাদরাসার প্রধান উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি আদর্শবান ও মনুষ্যত্ব সম্পন্ন আগামীর নিরাপদ প্রজন্ম তৈরি করা। যে প্রজন্ম তাদের আদর্শ ও মনুষ্যত্বের দ্বারা একটি নিরাপদ পৃথিবী গড়তে সক্ষম হবে, এর সাথে সাথে আখিরাতের জন্য নিজেকে তৈরি করবে।