ন্যাশনাল গার্লস মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য
## ক্লাস শুরুর আগে মক্তব থাকবে যেখানে সকল ছাত্রীকে বাধ্যতামূলক কোরআন পড়তে হবে। ## ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে সকল ছাত্রীকে কিছু নির্ধারিত সুরা হেফজ করানো হবে। (নির্ধারিত সূরার মধ্যে থাকবে ১. সূরা কাহাফ, ২. সূরা ইয়াসিন, ৩. সূরা আর রহমান, ৪. সূরা ওয়াকিয়া, ৫. সূরা মূলক, এবং ৬. সম্পূর্ণ ৩০ নং পারা।) ## প্রাইভেটের মত প্রতিটি বিষয়ের পাঠ দানের সময় হবে ৪৫ মিনিট করে এবং প্রতিটি বিষয়ের পাঠ দানের পর ১০ মিনিটের বিরতি থাকবে। ## ক্লাসেই প্রতিটি বিষয় ৭০%-৮০% পড়া শেষ করিয়ে দেয়া হবে। ## কোন শিক্ষার্থীকে আলাদা করে প্রাইভেট পড়তে হবে না। ## দুপুরে নামাজ ও টিফিনের জন্য ১ ঘণ্টার বিরতি থাকবে এবং টিফিন প্রতিষ্ঠান থেকে দেয়া হবে। ## নবম ও দশম শ্রেণীর জন্য থাকবে বিজ্ঞান ল্যাব। ## সকল ছাত্রীর এটেন্ডেন্স, পরীক্ষার রিপোর্ট, ক্লাস রুটিন, ক্লাস পারফর্মেন্স, বেতন, ছুটি, নোটিস সহ সকল বিষয় মাদরাসার সফটওয়্যার ও মোবাইল এপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ## অভিভাবকগণ মোবাইল এপের মাধ্যমে তাদের সন্তানের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতে পাবেন। ## শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ২০:১। ## প্রতিটি বিষয়ের যে অধ্যায় শেষ হবে সাথে সাথে সেই অধ্যায়ের এসাইন্টমেট কমপ্লিট করানো হবে। ## শিক্ষার্থীদের পূর্ণ শিক্ষা ও মেধা বিকাশের বড় বাধা হল সাজেশন ভিত্তিক পড়া। তাই সাজেশন ভিত্তিক পড়াকে সম্পূর্ণরূপে বাতিল করে সম্পূর্ণ বই থেকে পরিপূর্ণ শিক্ষা দেয়া হবে ইনশাআল্লাহ্। ## ক্লাস শেষে কোন ছাত্রীকে তাদের অভিভাবক ছাড়া যেতে দেয়া হবে না। ## সম্পূর্ণ মাদরাসা সিসি টিভির আওতায় থাকবে।
ন্যাশনাল গার্লস মাদরাসাটি সম্পূর্ণ ডিজিটাল মাদরাসা। এখানে প্রতিষ্ঠানের সকল কাজ ও সকল বিষয় কম্পিউটার সফটওয়্যার দ্বারা পরিচালিত। তাই শিক্ষার্থী ভর্তির ফরম পূরণ অনলাইনে করতে হবে। ভর্তির জন্য (http://nationalgirls.madrasha.cloud/online-admission) এখানে ক্লিক করে ফরম পূরণ করতে হবে।